খাগড়াছড়িতে দুই সন্ত্রাসী দলের গোলাগুলি, চাকমা গৃহবধূ নিহত

নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে দুই আঞ্চলিক সংগঠন প্রসিত পন্থি ইউপিডিএফ ও সন্তু লারমার জেএসএসের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে দুর্গম এলাকায় হওয়ায় সেখানে এখনও পুলিশ যেতে পারেনি। তবে এ খবর কানে গেলেও পুলিশ মৃত্যুর খবরটি নিশ্চিত করতে পারেনি।
সোমবার (৩ মার্চ) সকাল থেকে জেলার পানছড়ি উপজেলার দুদুকছড়া হাতিমারা গ্রামে গোলাগুলির এই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রূপসি চাকমা। তিনি ওই গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, সকাল ৮টার দিকে ইউপিডিএফ-এর সশস্ত্র অবস্থানের ওপর অতর্কিত হামলা চালায় জেএসএস-এর সশস্ত্র সদস্যরা। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দু’পক্ষের মধ্যে দুই শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়, যাতে দু’পক্ষেরই হতাহতের ঘটনা ঘটে।
সূত্র জানায়, সংঘর্ষ চলাকালীন সময়ে ঘর থেকে বের হওয়া মাত্রই সন্ত্রাসীদের ছোড়া গুলিতে লুটিয়ে পড়েন রূপসি চাকমা। তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউপিডিএফ ও জেএসএস একে অপরকে দোষারোপ করছে। জেএসএস-এর পক্ষ থেকে বলা হচ্ছে, ইউপিডিএফ-এর সদস্য নিহত হয়েছে। অপরদিকে ইউপিডিএফ সমর্থকদের দাবি, জেএসএস-এর’ই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, পানছড়ির দুর্গম এলাকা উত্তর দুদুকছড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে তাদের কেউ হতাহত না হলে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে এখনও যাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।