রাঙামাটির বিলাইছড়িতে সেনা অভিযানে জেএসএসের চাঁদাবাজ আটক

রাঙামাটির বিলাইছড়িতে সেনা অভিযানে জেএসএসের চাঁদাবাজ আটক

রাঙামাটির বিলাইছড়িতে সেনা অভিযানে জেএসএসের চাঁদাবাজ আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বিলাইছড়িতে বিশেষ অভিযানে জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) এর চাঁদা কালেক্টর অনিল কুমার ওরফে গুইজ্জা তং (৪২)কে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল রোববার (২ মার্চ) সকাল থেকে বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে তক্তানালা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল ফারুয়া ইউনিয়নের তক্তানালা উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে অনিল কুমার তংকে হাতেনাতে আটক করা হয়। তিনি ওই এলাকার চাম্মিয়া তংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনিল কুমার তং দীর্ঘদিন ধরে নিজ এলাকা ও আশপাশের এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জেএসএস (সন্তু লারমা) এর নামে চাঁদা আদায় করে আসছিলেন। পাহাড়ি জনগণ তার চাঁদাবাজি ও হুমকিতে অতিষ্ঠ ছিল বলে জানা গেছে।

সেনাবাহিনীর সূত্র জানায়, সম্প্রতি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে অনিল কুমারের চাঁদাবাজির ব্যাপারে নিশ্চিত তথ্য আসে। এর ভিত্তিতেই তক্তানালা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল রবিবার ভোর থেকে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে অনিল কুমার তংকে আটক করা হয়।

এই অভিযানে অনিল কুমার তং আটক হওয়ার পর এলাকায় স্বস্তি নেমে এসেছে। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের কারণে পাহাড়ের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। সেনাবাহিনীর এই পদক্ষেপে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক অনিল কুমার তংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি, পাহাড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বিলাইছড়ি জোনের এক কর্মকর্তা জানিয়েছেন, পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা কোনভাবেই বরদাশত করা হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।