আবারও উত্তপ্ত ভারতের মণিপুর

আবারও উত্তপ্ত ভারতের মণিপুর

আবারও উত্তপ্ত ভারতের মণিপুর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের পূর্বাঞ্চলীয় পার্বত্য অঞ্চল উপজাতি অধ্যুষিত মণিপুরে গতকাল রবিবার (৯ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে কুকি-জো সম্প্রদায়।

উপজাতি সংখ্যাগরিষ্ঠ মণিপুরের কাংপোকপি জেলায় পুলিশের সাথে কুকি সম্প্রদায়ের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১ জন, আহত হয়েছে অন্তত ৪০ জন। আহতদের মধ্যে রয়েছে পুলিশ সদস্যসহ একাধিক নারী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সংঘর্ষপ্রবণ এলাকাগুলোয় অতিরিক্ত সেনা মোতায়ন করা হয়েছে। গত ৪৮ ঘণ্টার অভিযানে আটক করা হয়েছে বিভিন্ন সশস্ত্রগোষ্ঠীর কমপক্ষে ১৭ জন।

গত মাসে মুখ্যমন্ত্রী বিরেন সিং এর পদত্যাগের পর রাষ্ট্রপতির শাসন জারি করা হয় মণিপুরে। কেন্দ্রের হাতে চলে যায় রাজ্য প্রশাসন। জাতিগত সহিংসতায় বিগত দেড় বছর ধরে উত্তপ্ত ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।