নাটোরে মাছ বোঝাই গাড়ি ছিনতাই, সেনা টহলের অভিযানে উদ্ধার

নাটোরে মাছ বোঝাই গাড়ি ছিনতাই, সেনা টহলের অভিযানে উদ্ধার

নাটোরে মাছ বোঝাই গাড়ি ছিনতাই, সেনা টহলের অভিযানে উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাটোরে এক মাছ বোঝাই গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নেয়ার মাধ্যমে ছিনতাইকৃত গাড়িটি উদ্ধার করেছে।

গতকাল শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় মো. মিলন সরকার, হরিশপুর, নাটোর, তার পুকুরের মাছ বোঝাই গাড়ি ছিনতাই হওয়ার বিষয়ে সেনা ক্যাম্পে অভিযোগ জানান।

অভিযোগ পাওয়ার সাথে সাথে সেনাবাহিনীর টহল দল আহাম্মেদপুর, নাটোর এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মাছ বোঝাই গাড়িটি উদ্ধার করে। এর পর, গাড়িটি নাটোর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ইতোমধ্যে মামলা দায়েরের কার্যক্রম শুরু হয়েছে এবং ছিনতাইকারীদের সনাক্ত করার কাজ চলমান রয়েছে।

স্থানীয়রা সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপের জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এমন ধরনের অপরাধ রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।