বান্দরবান, রাখাইন, মণিপুর, মিজোরাম নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে: বাসদ

বান্দরবান, রাখাইন, মণিপুর, মিজোরাম নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে: বাসদ

বান্দরবান, রাখাইন, মণিপুর, মিজোরাম নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে: বাসদ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবান, মিয়ানমারের রাখাইন ও ভারতের মণিপুর ও মিজোরাম রাজ্য নিয়ে একটি খ্রিষ্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাসদ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বজলুর রশীদ বলেন, “এই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশে কেউ মার্কিন স্বার্থ রক্ষায় কাজ করছে কি না, তা নিশ্চিত নয়। তবে এ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। কারণ, এ ধরনের একটি রাষ্ট্র গঠিত হলে, সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর উপস্থিতির নামে যুক্তরাষ্ট্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে।”

তিনি আরও বলেন, “ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আমেরিকা একের পর এক আগ্রাসী ঘোষণা দিয়েছে। মেক্সিকো উপসাগরকে আমেরিকার বলে দাবি করেছে, গ্রিনল্যান্ডকে নিজের সম্পত্তি বানাতে চেয়েছে, এমনকি কানাডাকেও আমেরিকায় অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে।”

এই প্রেক্ষাপটে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, রাখাইন, বান্দরবান, মিজোরাম ও মণিপুর নিয়ে একটি কৌশলগত অঞ্চল গঠন করে চীনের অর্থনৈতিক অগ্রগতি ঠেকাতে চায় যুক্তরাষ্ট্র।

ইসরায়েল প্রসঙ্গে বজলুর রশীদ বলেন, “ইসরায়েল নামক বর্বর, জায়নবাদী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। এক সময় পাসপোর্টে লেখা ছিল— ‘এই পাসপোর্ট ইসরায়েল ছাড়া বিশ্বের অন্যান্য দেশে ব্যবহারযোগ্য’। সেই নিষেধাজ্ঞা বর্তমান সরকার উঠিয়ে দিয়েছে। আমরা আবার চাই, সেই নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হোক।”

তিনি বলেন, “গাজায় চলমান যুদ্ধ মুসলমান বনাম ইহুদির যুদ্ধ নয়। এটি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় নেতা জুলফিকার আলী, নগর কমিটির সদস্য খালেকুজ্জামান লিপন প্রমুখ। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।