গুইমারায় সেনা অভিযানে ১১০ লিটার চোলাই মদসহ আটক ২

গুইমারায় সেনা অভিযানে ১১০ লিটার চোলাই মদসহ আটক ২

গুইমারায় সেনা অভিযানে ১১০ লিটার চোলাই মদসহ আটক ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সেনা অভিযানে ১১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ দুই জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর সূত্র জানায়, সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া ক্যাম্পের আওতাধীন গুইমারা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি চৌকস টহল দল অভিযান চালায়। সার্জেন্ট মাহবুবের নেতৃত্বে পরিচালিত অভিযানে খাগড়াছড়ি থেকে ফেনীগামী শান্তি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০৯০৯) তল্লাশি করে দুটি বস্তায় মোড়ানো অবস্থায় মোট ১১০ লিটার (৬০ প্যাকেট) বাংলা মদ উদ্ধার করা হয়।

এসময় দীঘিনালা উপজেলার বাসিন্দা মোঃ বাবুল (৩৮) ও মোঃ আব্দুল হালিম (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত মদ ও আটককৃতদের গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।