চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় দুই গরু চোরাকারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় দুই গরু চোরাকারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় দুই গরু চোরাকারবারি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঠুঁঠাপাড়া সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় ও এক বাংলাদেশি গরু চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক দুই ভারতীয় নাগরিক গরু পাচার করতে বাংলাদেশে এসে আর ফিরতে না পেরে এখানে অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঁঠাপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাংলাদেশি চোরাকারবারি মারুফের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।

আটক দুই ভারতীয় নাগরিক হলেন: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার পার বৈদ্যনাথপুর গ্রামের নইমুদ্দিন শেখের ছেলে আব্দুল কাদির (৩০) ও একই এলাকার আব্দুর রশীদের ছেলে দেলোয়ার হোসেন (৩৪)। এছাড়া আটক বাংলাদেশি নাগরিকের নাম মো. মারুফ।

বিজিবি জানায়, গত ৩ ডিসেম্বর দিবাগত ভোর ৪টার দিকে কাঁটাতারবিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে চারটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই দুই ভারতীয় চোরাকারবারি। পরে তারা স্থানীয় চোরাকারবারি ফজেলের কাছে গরুগুলো হস্তান্তর করেন। কিন্তু ভোরের আলো ফুটে যাওয়ায় তারা আর ভারতে ফিরে যেতে পারেননি। এরপর তারা সারাদিন পদ্মার দুর্গম চরে লুকিয়ে থাকেন। পরে বাংলাদেশি সহযোগী মারুফের সহায়তায় তারা ঠুঁঠাপাড়া বাজারে তার বাড়িতে গিয়ে আত্মগোপন করেন।

বিজিবি আরও জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারত থেকে গরু দিতে আসা ওই দুই ভারতীয় নাগরিক এবং তাদের আশ্রয়দাতা বাংলাদেশি মারুফকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed