সীমান্তে ৪৫ মিনিট বিরতিহীন গোলাগুলি, ২৩ আফগান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

সীমান্তে ৪৫ মিনিট বিরতিহীন গোলাগুলি, ২৩ আফগান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

সীমান্তে ৪৫ মিনিট বিরতিহীন গোলাগুলি, ২৩ আফগান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আফগান তালেবান সরকারের অন্তত তিনটি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শুক্রবার ও শনিবারের দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাতে কমপক্ষে ২৩ জন আফগান সেনা নিহত হয়েছে বলে সুপ্রতিষ্ঠিত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে বেলুচিস্তানের চামান সেক্টরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আফগান তালেবান বাহিনী হঠাৎ করে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় বলে অভিযোগ করেছে পাকিস্তান। এর জবাবে পাকিস্তানি বাহিনীও আফগান পোস্টগুলোকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে বিরতিহীনভাবে গোলাগুলি চলে। একপর্যায়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী রকেট লঞ্চার, মর্টার এবং ভারী অস্ত্র ব্যবহার করে। এসব হামলায় আফগান বাহিনীর তিনটি পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

আফগান সেনারা নিজেদের পোস্ট ছেড়ে পেছনের দিকের বেসামরিক এলাকায় আশ্রয় নিয়ে ফের গুলি চালালে পাকিস্তানি বাহিনী দ্বিতীয় দফায় ভারী অস্ত্র দিয়ে আঘাত হানে। এ যাত্রায় সশস্ত্র ‘সোয়ার্ম ড্রোন’-ও ব্যবহার করা হয়। এতে ২৩ আফগান সেনা নিহত এবং অনেকে আহত হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈদেশিক গণমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, ‘চামান সীমান্তে আফগান বাহিনী বিনা উসকানিতে গুলি চালিয়েছে। পাকিস্তান সম্পূর্ণ সতর্ক এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অন্যদিকে আফগান তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। তার উপদেষ্টা হামদুল্লাহ ফিত্রা রয়টার্সকে বলেন, পাকিস্তানের গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছে, যার মধ্যে একজন তালেবান সদস্যও রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed