নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৮ জন নিহত - Southeast Asia Journal

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৮ জন নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বন্দুকধারীদের পৃথক হামলায় নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যে কমপক্ষে আটজন জন নিহতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও চারজন। খবর সিনহুয়ার।

গত ৬ এপ্রিল মঙ্গলবার নিরাপত্তা এজেন্সিগুলো স্থানীয় কাজুরু ও কচিয়া এলাকায় বন্দুক হামলার ঘটনার কথা জানিয়েছে রাজ্যটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক কমিশনার সামুয়েল আরুওয়ান।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। সর্বশেষ সশস্ত্র ডাকাতরা কাজুরুতে এই হামলার ঘটনা ঘটালো।