ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ২০১ বোতল ফেন্সিডিল, ৩৬ কেজি গাঁজা, ১টি প্রাইভেট কার‘সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গত ৬ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন- শামীম ভূইয়া (২৮)।

ভৈরব র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া এলাকা থেকে মাদকসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির গাড়ি তল্লাশি করে ২০১ বোতল ফেন্সিডিল, ৩৬ কেজি গাঁজা, ১টি প্রাইভেটকার‘সহ জব্দ করা হয়েছ। অভিযুুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও র‍্যাব জানান।