ঘূর্ণিঝড় সেরোজার পর ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের আঘাত
![]()
নিউজ ডেস্ক
ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালি ভূমিকম্পে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন। শনিবার দেশটির জাভা দ্বীপ, বালিসহ বেশ কয়েকটি প্রদেশে ভূমিকম্পি অনুভূত হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের খবরে বলা হয়,এই ঘটনায় পার্লামেন্ট ভবন, স্কুল ও হাসপাতালসহ বেশ কয়েকটি শহরে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে বেশ কয়েকটি পরাঘাত হলেও সেখানে সুনামির ঝুঁকি নেই বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
এরই মধ্যে ভূমিকম্প কবলিত অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। মোট ক্ষয়ক্ষতির হিসাব এখনো পাওয়া যায়নি। গত সপ্তাহে ঘূর্ণিঝড় সেরোজার আঘাতে ভূমিধস ও আকস্মিক বন্যায় ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয় দেশটিতে।