টেকনাফে ৫২ হাজার ইয়াবা একটি অস্ত্র ও গুলিসহ দম্পতি আটক
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৫২ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারি (দম্পতি)কে আটক করা হয়েছে। এসময় ৫২ হাজার পিস ইয়াবা বড়ি, দেশীয় অস্ত্র একটি (এলজি) ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গতকাল (২৭ এপ্রিল) মঙ্গলবার সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ায় এলাকার মোহাম্মদ নুর, শফিক আলম ও জাহানারা বেগমের বাড়িতে এ অভিযান চালানো হয়।
সূত্র জানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফার নেতৃত্বে টেকনাফ থানা পুলিশের সাথে একটি যৌথ অভিযান চালিয়ে মোহাম্মদ নুর ও নুরে জান্নাত নামে স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। এসময় ৫২ হাজার পিস ইয়াবা বড়ি, দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা বলেন, মাদকের বড় চালানের খবরের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় দুজনকে ইয়াবা, এলজি ও কার্তুজসহ আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।