বাঘাইছড়ির উলুছড়ি আনসার ক্যাম্পের জরাজীর্ণ আবাসন সংস্কার করল মারিশ্যা জোন

বাঘাইছড়ির উলুছড়ি আনসার ক্যাম্পের জরাজীর্ণ আবাসন সংস্কার করল মারিশ্যা জোন

বাঘাইছড়ির উলুছড়ি আনসার ক্যাম্পের জরাজীর্ণ আবাসন সংস্কার করল মারিশ্যা জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে পরিচালিত “অপারেশন উত্তোরণ” এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বাঘাইছড়ির উলুছড়ি আনসার ক্যাম্পের জরাজীর্ণ আবাসনসমূহ সংস্কার করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের নির্দেশনা অনুযায়ী বরাদ্দকৃত অর্থ ব্যবহার করে মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ এবিএন) এর আওতাধীন ক্যাম্পটির আবাসনগুলো নতুনভাবে মেরামত করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নবসংস্কারকৃত ক্যাম্পের উদ্বোধন করেন মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

এসময় উপস্থিত ছিলেন জোনের সুবেদার মেজর, উলুছড়ি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ক্যাম্পে অবস্থানরত আনসার ও পুলিশ সদস্যরা, এবং স্থানীয় মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, উলুছড়ি আনসার ক্যাম্পের আবাসনগুলো দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থায় ছিল। জিওসি মহোদয়ের নির্দেশনা অনুসারে এসব স্থাপনা সংস্কারের মাধ্যমে ক্যাম্পের পরিবেশকে আরও বাসযোগ্য ও কার্যকর করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে মারিশ্যা জোনের আওতাধীন অন্যান্য পিছিয়ে থাকা ক্যাম্পগুলোরও ধীরে ধীরে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

জোন অধিনায়ক আশাবাদ ব্যক্ত করেন যে, উন্নত আবাসন ও অবকাঠামো ক্যাম্পে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের মনোবল বৃদ্ধি করবে এবং পার্বত্য অঞ্চলে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সাথে সমন্বিতভাবে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণে “অপারেশন উত্তোরণ” এর অংশ হিসেবে এই ধরনের সামরিক ও প্রশাসনিক সহায়ক কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *