আবারো বাড়ল লকডাউন, চলবে না দূরপাল্লার বাস: মন্ত্রিপরিষদ সচিব
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
চলমান লকডাউন ১৬ মে পর্যন্ত বাড়লো বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বৈঠক শেষে একথা জানান তিনি।
মন্ত্রীপরিষদ সচিব বলেন, ৬ মে থেকে শহরে গণপরিবহন চলবে। তবে, শুধু শহরের ভেতর গণপরিবহন চলবে। লকডাউনের এই সময়ে লঞ্চ ট্রেন চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে আন্ত:জেলা বাস চলাচলও।
কোথাও নির্দেশনা ভঙ্গ হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাস্ক না পরলেও থাকছে কঠোর ব্যবস্থা। আজ থেকে পুলিশ ও স্থানীয় প্রশাসন মার্কেটে দায়িত্ব পালন করবে। মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি অমান্য করলে শপিং মল বন্ধ করে দেয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
