মিয়ানমারে জরুরি খাদ্য সহায়তা পাঠাচ্ছে জাপান - Southeast Asia Journal

মিয়ানমারে জরুরি খাদ্য সহায়তা পাঠাচ্ছে জাপান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারে ৪ মিলিয়ন ডলারের খাদ্য সহায়তা দিচ্ছে জাপান। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির অংশ হিসেবে ইয়াঙ্গুনের ৬ লাখ মানুষকে এ সহায়তা দেওয়া হবে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান ঘটে। এরপর থেকে মিয়ানমার জুড়ে শুরু হওয়া সামরিক শাসনবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৭৯০ জন নিহত হয়েছে। দেশটিতে এখনো চলছে সামরিক শাসনবিরোধী বিক্ষোভ। এতে দেশটিতে মানবিক সঙ্কট তৈরি হয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি জানিয়েছেন, অভ্যুত্থানের পর মিয়ানমারে সঙ্কট তৈরি হয়েছে। আমরা মানবিক সহযোগিতার অংশ হিসেবে এ খাদ্য সহায়তা দিচ্ছি।
মিয়ানমারের সামরিক শাসকদের সঙ্গে আলোচনায় আগ্রহী জাপান। এদিকে যুক্তরাষ্ট্রে, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। তবে জাপান মনে করে, এ ধরনের নিষেধাজ্ঞায় মিয়ানমারে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর প্রতিদ্বন্দ্বী দেশ চীনের নির্ভরতা বাড়বে।