ভারতে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘টাউটে’-এর প্রভাবে ৬ জনের মৃত্যু - Southeast Asia Journal

ভারতে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘টাউটে’-এর প্রভাবে ৬ জনের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের কেরালা ও কর্ণাটকের উপকূলে ঘূর্ণিঝড় ‘টাউটে’-এর আগাম প্রভাব শুরু হয়েছে। এরই মধ্যে কর্ণাটকে চারজন ও কেরালায় দু’জনের মৃত্যু হয়েছে। শক্তিশালী এই ঝড়ের প্রভাব বাড়ছে গোয়ায়ও, সেখানে উপড়ে গেছে গাছ ও বিদ্যুতের খুঁটি। এতে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ‘টাউটে’-এর আগাম প্রভাবের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘যে জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের এবং জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ রাখছি আমি, যাতে উদ্ধার কাজ ঠিকভাবে চলে।’

এর আগে, ভারতের আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানায়, আগামী মঙ্গলবার সকালে গুজরাটে প্রবল বেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘টাউটে’। ইতোমধ্যে আবহাওয়া অফিস দিউ উপকূলসহ গুজরাটের একাধিক এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। পরিস্থিতি মোকাবিলায় ১৮টি হেলিকপ্টার এবং ১৬টি পণ্যবাহী বিমান প্রস্তুত রেখেছে ভারতীয় বিমানবাহিনী।

You may have missed