ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৬
 
                 
নিউজ ডেস্ক
দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে ১৬ ব্যক্তি নিহত ও ৩৬ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) এবিপি লাইভের এক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে এ বিষয়ে। প্রতিবেদনে বলা হয় শুক্রবার বিকেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রদেশটির মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারদের ৩ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া গুরুতর জখমদের ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে ১ লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাজি তৈরি করার সময় কিছু রাসায়নিক মেশানোর সময় এ দুর্ঘটনা ঘটেছে। কারখানাটি বিরুধুনগর তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনার পরই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে আসে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া মৃতদের পরিবারের কাছে খবর জানানোর জন্য স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দেয়া হয়েছে।
