খাগড়াছড়িতে ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চালকসহ ২ জনকে অপহরণ
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পণ্য পরিবহনকারী কাভার্ড ভ্যানের চালক এবং একজন সহযোগীকে অপহরণ করার অভিযোগ উঠেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের বিরুদ্ধে। গত শনিবার রাত ১০টায় উপজেলার রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথ খামার এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃতদের মুক্তির বিনিময়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সশস্ত্র সংগঠনটি।
অপহৃতরা হলেন কাভার্ড ভ্যান চালক মোঃ আব্বাস, তিনি ভোলা জেলার তজুমদ্দিন থানার উত্তর চাসারা এলাকার বাসিন্দা। অন্যজন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রানার মোঃ আল আমিন, তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইয়ারপুর এলাকার বাসিন্দা।
গাড়ির সঙ্গে থাকা হেলপার মোঃ সোলায়মান বলেন, ‘আমরা মালামাল ডেলিভারি দিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকা ফিরছিলাম। রামগড়ের যৌথ খামার এলাকায় পৌঁছালে ৮-১০ জন অস্ত্রধারী মোটরসাইকেল যোগে এসে ঢাকা মেট্রো-উ ১৪-১৪০৭ কাভার্ড ভ্যানটির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে চালক ও রানারকে জিম্মি করে মোটরসাইকেল যোগে নিয়ে যায়। তবে আমাকে ঘটনাস্থলে রেখে যায়।’
সুন্দরবন কুরিয়ার সার্ভিস খাগড়াছড়ির শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ইউপিডিএফ মূল দলের অস্ত্রধারীরা তাদের গাড়ির চালক ও রানারকে অপহরণ করে প্রথমে ৩ লাখ টাকা পরে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা বিষয়টি দেখছে বলে জানিয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ও বিজিবির সমন্বয়ে অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
