গুইমারায় সেনা অভিযানে বিপুল পরিমান কাঠ জব্দ - Southeast Asia Journal

গুইমারায় সেনা অভিযানে বিপুল পরিমান কাঠ জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধ ভাবে পাচারকালে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের সদস্যরা।

আজ শুক্রবার বিকেলে উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের লিচুবাগান এলাকা এসব কাঠ জব্দ করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সরওয়ার জাহানের নেতৃত্বে লিচুবাগান এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল।

এসময় সেখান থেকে আনুমানিক ১২৭৫ সিএফটি কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ ৭৫ হাজার টাকা।

সেনাবাহিনী জানিয়েছে, পরবর্তীতে জব্দকৃত কাঠ লক্ষ্মীছড়ি বন কর্মকর্তা আনোয়ার হোসেন এর নিকট হস্তান্তর করা হয়েছে।