চট্টগ্রাম সেনানিবাসে জিওসির সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম সেনানিবাসে জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানের সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রদূতের সাথে ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
এসময় সৌদি রাষ্ট্রদূত দেশে ও বিদেশে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর গৌরবময় কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে চলমান উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ব্যাপক প্রশংসা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ ও আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার ড. রশিদ আহমেদ চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সারসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি।