কুমিল্লার মুরাদনগরে দুই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী
নিউজ ডেস্ক
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩৫ ফিল্ড হাসপাতালের উদ্যোগে প্রায় ২ হাজার অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও বিনামূল্য ওষুধ বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জুন) সকাল ৯টায় উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর দাখিল মাদরাসায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন শুরু হয়।
বিনামূল্যে পরিচালিত এ চিকিৎসা সেবা ক্যাম্পেইনে ১০ জন চিকিৎসক অংশগ্রহণ করছেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসা সেবায় আরো অংশগ্রহণ করেছেন মেজর ওয়াসিম, মেজর রেজওয়ানা, মেজর শাহাদাত, ক্যাপ্টেন স্নিগধা, ক্যাপ্টেন তিতলি প্রমুখ।
বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা মেডিক্যাল সার্ভিসের সহকারি পরিচালক কর্নেল আব্দুল হামিদ জানান, সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৩ -এর বহিরাঙ্গণ অনুশীলনে, কুমিল্লা সেনানিবাসের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান এর সরাসরি তত্ত্বাবাবধানে সারাদিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। ৩৫ ফিল্ড হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল ওয়াহিদা রহমান এবং তার অধিনস্থ অত্যন্ত সুদক্ষ এবং অভিজ্ঞ সকল মেডিক্যাল টিম -এর পরিচালনায় পূর্বের ন্যায় আজও এখানে আনুমানিক ২ হাজার রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, রক্ত পরীক্ষা শেষে সকল পরীক্ষা-নীরিক্ষার রিপোর্ট যথাযথ রোগীর কাছে বিনামূল্যে হস্তান্তর করা হবে।