আলীকদমে ইউপি উপ-নির্বাচনে নৌকার মাঝি নাছির উদ্দিন - Southeast Asia Journal

আলীকদমে ইউপি উপ-নির্বাচনে নৌকার মাঝি নাছির উদ্দিন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বান্দরবানের আলীকদম উপজেলার আলীকদম ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তৎকালীন ইউপি চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন অংশ নেয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হয়। এরই ধারাবাহিকতায় দলের তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী যাচাই বাছাই করে বান্দরবান জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ইসলাম বেবী কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাচনী মনোনয়ন বোর্ড ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে আলীকদম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন কে প্রার্থী ঘোষণা করতে সুপারিশ পাঠান।

এরই পরিপ্রেক্ষিতে গত ২৬ জুন রোজ বুধবার আওয়ামীলীগ এর সর্বোচ্চ নীতিনির্ধারক শেখ হাসিনা চুড়ান্তভাবে নাছির উদ্দীনকে মনোনয়ন দেন। বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা সাক্ষরিত আলীকদম ইউনিয়ন পরিষদের জন্য দল কতৃক চুড়ান্ত মনোনিত প্রার্থীর মনোনয়ন পত্রটি বান্দরবান জেলা আওয়ামীলীগ ২৯শে জুন দুপুর ৩ টায় বান্দরবান জেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে, আলীকদম উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দদের উপস্থিতিতে আলীকদম ইউনিয়নের নৌকার মাঝি নাছির উদ্দীন এর হাতে তুলে দেয়া হয়।