বিজয় দিবসে বান্দরবানের থানচিতে শীতার্তদের পাশে বিজিবি

বিজয় দিবসে বান্দরবানের থানচিতে শীতার্তদের পাশে বিজিবি

বিজয় দিবসে বান্দরবানের থানচিতে শীতার্তদের পাশে বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে মানবিক কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া এলাকায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুর্গম সীমান্ত এলাকার ৩০০ জন অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে ৩০০টি কম্বল বিতরণ করা হয়।

May be an image of one or more people and text that says 'LIK মহান বিজয় দিবস- ২০২৫ উপলক্ষে বলিপাড়া জোনের পক্ষ হতে মার ና সহাযতা জো ማ ব্যবস্থাপত ー MATHALON BP2 脇売'

বিজিবি সূত্র জানায়, শীত মৌসুমে পার্বত্য ও সীমান্তবর্তী এলাকার জনগণের কষ্ট লাঘবে নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় শিশু-কিশোরদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়, যাতে সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

May be an image of one or more people and text that says 'mиoKypHem 7手生工 মহান বিজয় দিবস- ২০২৫ উপলক্ষে বলিপাড়া জোনের পক্ষ হতে মানবিক য়তা ব্যবস্থাপনায়ঃ বলিপাড়া (৩৮ বিজিনি ូ""'

তিনি উপকারভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

May be an image of text

এ সময় আরও উপস্থিত ছিলেন বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জোনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

প্রসঙ্গত, মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি পার্বত্য ও দুর্গম অঞ্চলে মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার উদ্যোগ অব্যাহত রেখেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *