রাঙামাটিতে ত্রাণ সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে মানবিক সহায়তা নিয়ে ভারী বর্ষন ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।
এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর ১০ আরই ব্যাটালিয়ন আওতাধীন দুর্যোগকালীন জীবতলী ইউনিয়নের মগবান এলাকায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত সেনা প্রধানের দিক নির্দেশনায় এবং ১০ আর.ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।
ভবিষ্যতে এরকম দুর্যোগকালে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।