গেঞ্জিতে সোনার প্রলেপ! পাচারের সময় ভারতীয় নাগরিক আটক - Southeast Asia Journal

গেঞ্জিতে সোনার প্রলেপ! পাচারের সময় ভারতীয় নাগরিক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা তুষার নাগীন দাস জেথবা (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে ৯৮১ গ্রাম সোনাসহ আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার (২১ আগস্ট) সকাল ৮টার দিকে তাকে আটক করে কাস্টমম ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। আটক সোনার মধ্যে ৪২১ গ্রাম অলংকার ও ৫৬০ গ্রাম পরনের গেঞ্জিতে প্রলেপ লাগিয়ে বহন করছিল আটক যাত্রী। উদ্ধার হওয়ার সোনার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কাস্টমসের ডেপুটি কমিশনার কমিশনার মো. আহসান উল্লাহ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে আসা এক যাত্রীকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি চালিয়ে ৯৮১ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়। এরমধ্যে ৫৬০ গ্রাম সোনা বিশেষ কায়দায় গেঞ্জির সঙ্গে প্রলেপ লাগিয়ে আনা হচ্ছিল।

আটকৃতব্যাক্তির বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন