কক্সবাজারে ২২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ - Southeast Asia Journal

কক্সবাজারে ২২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারে বিজিবি ডগের অভিযানে ২২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

গত ১৯ আগস্ট শনিবার বিকেলে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীন রেজুখাল চেকপোস্টে বিজিবি ডগ দ্বারা নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হয়।

পরে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি রেজুখাল চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। এরপর বিজিবি ডগ দ্বারা তল্লাশি করে ইঞ্জিনের সাথে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২২ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ উখিয়ার বালুখালী ঝুমুরছড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সৈকত ইসলাম (২০)-কে আটক করা হয়। এসময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।