প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিঃ অভিযুক্ত রোহিঙ্গা মালয়েশিয়ায় গ্রেফতার! - Southeast Asia Journal

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিঃ অভিযুক্ত রোহিঙ্গা মালয়েশিয়ায় গ্রেফতার!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

সামাজিক যোগাযোগ এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সংবলিত ভিডিও পোস্টদাতা এক রোহিঙ্গাকে মালয়েশিয়ায় গ্রেফতার করা হয়েছে। পেশায় নির্মাণ শ্রমিক এই ব্যক্তি রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য বলেও জানা গেছে।

মঙ্গলবার (৯ জুলাই) মালয়েশিয়ার দ্যা স্টার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সি মিয়ানমারের ঐ নাগরিককে ২৪ জুন কেডাহ প্রদেশের সুঙ্গাই পেতানি থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক দাতুক সেরি আব্দুল হামিদ বদর বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সংবলিত একটি ভিডিও সোশাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করার কারণে তাকে আটক করা হয়েছে।’

You may have missed