রাঙামাটির ছোট হরিণায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার বিজিবির

রাঙামাটির ছোট হরিণায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার বিজিবির

ছোট হরিণায় পৃথক দুটি অভিযানে বিপুল চোরাচালানি পণ্য উদ্ধার বিজিবির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (ভোর ৫টা) ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) ভারপ্রাপ্ত অপারেশন অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ছোট হরিণা বাজারের বিপরীতে আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মালিকবিহীন অবস্থায় ইউনানী ঔষধালয় কোম্পানির প্রস্তুতকৃত ৭২৪ বোতল পুদিনা সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব সিরাপ চোরাচালানের উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

একই দিন ভোরে আরেকটি অভিযানে ছোট হরিণা বাজার ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ভাসমান অবস্থায় ৫১ লগ সেগুন গোল কাঠ উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত কাঠের মোট পরিমাণ ৮৪ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ১ হাজার ৫ শত ২৯ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত সকল মালামাল সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর ও নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। এসব ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী নদীপথ ও স্থলপথ ব্যবহার করে অবৈধ পণ্য পাচারের প্রবণতা রোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed