লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক ইউপি সদস্যাকে মারধর, হুমকি - Southeast Asia Journal

লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক ইউপি সদস্যাকে মারধর, হুমকি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে প্রসীত পন্থি ইউপিডিএফ সন্ত্রাসী কর্তৃক এক ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার সাঁওতাল পাড়ায় ১ নং লক্ষীছড়ি সদর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্যা বাপ্লী রানী দে (৩২) এর সাথে ইউপিডিএফ নেতা পেক্কুয়া চাকমার পরকীয়া সম্পর্ক রয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে তার স্বামী প্রকাশ সাঁওতাল গত ১৮ জুলাই তাকে মারধর করে । এরপর দিন ১৯জুলাই ইউপিডিএফ সন্ত্রাসীরা উক্ত ইউপি সদস্যাকে বিচারের কথা বলে সাঁওতাল পাড়ার কার্বারী পবন সাঁওতাল ও বাবুল ভীম সাঁওতালের মাধ্যমে ধরে নিয়ে যায় এবং আজ ২০ জুলাই ইউপিডিএফ নেতা আফ্রুশি মার্মা তাকে বেদম মারধর করে ।

এছাড়া এ মারধরের কথা মহিলাটি যদি কাউকে বলে, তাহলে তাকে মেরে ফেলবে এবং বাড়িঘর জ্বালিয়ে দেবে বলে হুমকি দেয়। যার ফলে ভয়ে সে কাউকে ঘটনাটি বলেনি। বর্তমানে মহিলাটি লক্ষ্মীছড়িতে তার বোনের বাসায় অবস্থান করছেন। এ বিষয়টি এখন জানাজানি হওয়ার পর ঐ পরিবারটিকে হুমকির মুখে রয়েছেন বলে জানা যায়।

You may have missed