পানছড়িতে নিরাপত্তাবাহিনীর হাতে বিপুল পরিমান ভারতীয় মালামালসহ আটক ২ - Southeast Asia Journal

পানছড়িতে নিরাপত্তাবাহিনীর হাতে বিপুল পরিমান ভারতীয় মালামালসহ আটক ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির পানছড়ি সড়কের ভাইবোনছড়া থেকে বিপুল পরিমান ভারতীয় মালামালসহ ২ জনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।

২০ জুলাই শনিবার সন্ধ্যায় পানছড়ি সাবজোন থেকে ১ টি টহল দল কর্তৃক পানছড়ি থেকে খাগড়াছড়িগামী ১ টি মাইক্রো গাড়ি (ঢাকা মেট্রো – চ ১৩-৪১৬০)’র গতিবিধি সন্দেহজনক হলে ধাওয়া করে ভাইবোনছড়া ক্যাম্পের কাছে আটক করে। এসময় গাড়ি তল্লাসি করে বিপুল পরিমান ভারতীয় মাল পাওয়া যায়। পরে গাড়ি চালক মোঃ মাহাবুবুর রহমান (২২) ও মোঃ ইসতিয়াক জাকারিয়া হিমু (২৫)কে উক্ত মালামালসহ আটক করা হয়।

আটককৃত মাহাবুবুর রহমান খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকার ফিরোজ মিয়ার ছেলে ও ইসতিয়াক পানছড়ির মোহাম্মদপুর এলাকার সামাদ মিয়ার ছেলে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় স্যান্ডেল ৮৩ জোড়া, হারমোনিয়াম / নেভিয়া সাবান ২৩০ পিস, ফ্লোর স্যাভলন ১২টি, সেনোরা ১৬ পিস, গার্নিয়ার ক্লোর ৬ পিস, অটোবিন ১০ পিস, বর্লিন ৩০ পিস, পেইন আউট ১০ পিস, কোল গেইট / ডান্টি কান্তি ৩৬ পিস, বেড ক্রিম ২১ পিস, গার্নিয়া ক্রিম ২ পিস, নেভিয়া সপ্ট ৩ পিস, সানস্লিক স্যাম্পু ৬ পিস, লাকমি ৪ পিস, পারফিউম ফগ ৬ পিস, পারফিউম ফগ বড় ৮ পিস, লোরেল ২ পিস, ডেক্সোরেন ১ পিস, সানস্লিক বড় ২ পিস, কমপ্রোট ৪৬ পিস, অরাল বি ব্রাশ ১২ পিস, হরলিক্স ৫০০ গ্রাম ৬৬ পিস, ল্যাডিস ছোট ব্যাগ ২৭ পিস, সপিং ব্যাগ ১২ পিস, ল্যাক্টোজেন গুড়া দুধ ৪০০ গ্রাম ১৩০ পিস, ডেরি গুড়া দুধ ১০০০ গ্রাম ৩ পিস, ডেরি গুড়া দুধ ৪০০ গ্রাম ৫ পিস, চা পাতা ১৭৫ কেজি।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত মালামাল, গাড়ি এবং আটককৃত ২জনকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

You may have missed