বান্দরবানের রোয়াংছড়িতে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে আওয়ামীলীগ সভাপতি নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
বান্দরবানের রোয়াংছড়িতে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে এক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিহত হবার খবর পাওয়া গেছে।
নিহত ব্যক্তি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মং প্রু থোয়াই। তিনি স্থানীয় সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা চাই হ্লা উ’র ছোট ভাই।
জানা গেছে, আজ সোমবার (২২ জুলাই) সকালে বান্দরবান সদর উপজেলার রুলাইং নামক এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা তাকে গুলি করলে সে মারা যায়, বাকিটা তদন্ত করে বলা যাবে।