আওয়ামীলীগ নেতা হত্যার ঘটনায় বান্দরবানে আটক ১
![]()
নিউজ ডেস্কঃ
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের আমির হামজা পাড়াস্থ খামার বাড়ি থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে আলমগীর সিকদার মোটর সাইকেল যোগে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলাস্থ নিজ বাড়িতে যাওয়ার পথে সরই ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আলমগীর সিকদারকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে মোহাম্মদ আলী (২৪) নামের এক নও মুসলিমকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে জানা গেছে।
বুধবার (২৪ জুলাই) ভোরে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের হামজা পাড়া থেকে তাকে আটক করা হয়।
সরই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ইদ্রিস কোম্পানী জানান, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা এ ঘটনা ঘাটিয়েছে। এ ঘটনায় মোহাম্মদ আলী নামের এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, আটক মোহাম্মদ আলীকে প্রাথমিক জিঙ্গাসাবাদ করা হচ্ছে