কোন রকম গুজবে কান দেওয়া যাবে না - Southeast Asia Journal

কোন রকম গুজবে কান দেওয়া যাবে না

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

সাম্প্রতিক ছেলেধরা গুজব ও সমসাময়িক বিষয় নিয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত এ সচেতনতা মুলক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে খাগড়াছড়ি জেলা শহরে মুক্তমঞ্চে
খাগড়াছড়ির ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব’র সঞ্চালনায় অনুষ্ঠিত আইনশৃংখলা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) এম এম সালাহ উদ্দিন।

সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, পার্বত্য জেলা পরিষদ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক সুদর্শন দত্ত, কেদ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মো: সালাহ উদ্দিন, য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সানুমং মারমা প্রমূখ বক্তব্য রাখেন। আইনশৃংখলা সভায় সমাপনী বক্তব্য রাখেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।

গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল মন্তব্য করে বক্তারা বলেন, বর্তমান সময়ে একটি কুচক্রি চক্র দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে অপপ্রচার করে গুজব ছড়াচ্ছে। এবিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান বক্তারা।

এর আগে শহরের শাপলা চত্বরে গণ সচেতনামুলক লিপলেট বিতরণ করে পুলিশ সদস্যরা।