পহেলা আগষ্ট থেকে মাছ ধরা শুরু কাপ্তাইয়ে
![]()
নিউজ ডেস্কঃ
কাপ্তাই হ্রদে মাছ আহরনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাঙামাটি জেলা প্রশাসন । ফলে ১ আগষ্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হবে।
কাপ্তাই হ্রদের মৎস সম্পদ সুষ্ঠু প্রজনন,বংশবৃদ্ধি ও ভারসাম্য রক্ষায় মাছ আহরনের ওপর ১ মে থেকে তিনমাসের যে নিষেধাজ্ঞা দিয়েছিলো প্রশাসন,তা শেষ হওয়ার পর এদিন থেকে মাছ আহরণ করা যাবে । বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। দক্ষিন এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদে প্রতিবছর মাছের প্রজনন বৃদ্ধির জন্য তিনমাস মাছ আহরণ বাজারজাত নিষেধজ্ঞা জারি করে থাকে জেলা প্রশাসক ।
এদিকে মাছ ব্যবসায়ী সমিতির সভাপতির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া অভিযোগ করে বলেন,আমরা প্রশাসনকে আরো ১৫ দিনের নিষেধজ্ঞা রাখার অনুরোধ করেছি। এখনো মাছের পোনা অত্যন্ত ছোট । এই সময় মৎস আহরণ শুরু হলে কাপ্তাই হ্রদেরই ক্ষতি হবে।’