রামগড়ে হাটে নেবার সময় কৃষকের গরু ছিনতাই, আটক ৩ - Southeast Asia Journal

রামগড়ে হাটে নেবার সময় কৃষকের গরু ছিনতাই, আটক ৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির রামগড়ে কোরবানির পশুর হাটে বিক্রির জন্য নেবার সময় দুটি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে তাৎক্ষনিক ছিনতাইকৃত গরু সহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (২রা আগস্ট) পৌরসভার মহামুনি এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, পৌর এলাকার মাস্টারপাড়ার সাহাব উদ্দিনের ছেলে কামরুল হাসান(২২), তৈচালাপাড়ার শামছুল হকের ছেলে মোঃ শামিম(১৮) ও চৌধুরিপাড়ার মুফতি মীর হোসেনের ছেলে শওকত হোসেন(১৭)।

জানা যায়, উপজেলার প্রত্যন্ত এলাকা অন্তুপাড়া থেকে শুক্রবার দুপুরে নিজের গরু দুটি বাগানবাজার কোরবানির পশুর হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন অংথোয়াই মারমা ও মংপ্রু মারমা, পথে মহামুনি এলাকায় ১০-১২ যুবক ষাঁড় গরু দুটি মালিকের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

তারা জানান, ১০-১২ জন যুবক আগে থেকেই মহামুনি বৌদ্ধ বিহার সংলগ্নে ওৎ পেতে ছিল। গরু নিয়ে মহামুনি পৌঁছা মাত্র ঐ যুবকরা হঠাৎ এসে তাদের কাছ থেকে গরু দুটি জোর করে ছিনিয়ে নিয়ে যায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, গরু ছিনতাইয়ের খবর পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযানে নামে। বিকাল ৪ টার দিকে পৌর সভার জগন্নাথপাড়া সংলগ্ন গোলটিলা এলাকা থেকে গ্রামবাসির সহযোগিতায় ছিনতাইকৃত গরু দুটি উদ্ধার করা হয় এবং সাড়ে ৪টায় ছিনতাই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে। ছিনতাই ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।