পাহাড়ী রাস্তার দু'পাশ পরিষ্কার, এড়ানো যাবে সড়ক দূর্ঘটনা - Southeast Asia Journal

পাহাড়ী রাস্তার দু’পাশ পরিষ্কার, এড়ানো যাবে সড়ক দূর্ঘটনা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

অপরুপ সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা খাগড়াছড়ি আসার পথে পাহাড় আর আঁকা-বাঁকা রাস্তার মিতালীতে হারিয়ে যেতে যেতে যে কেউই পড়তে পারেন সড়ক দূর্ঘটনার কবলে।

রাস্তার দু’পাশে ঘন জঙ্গল শুধু সড়ক দূর্ঘটনাই নয় বংশ বিস্তারে সহায়তা করে এডিস মশাকেও।

সরকারে গৃহীত পদক্ষেপের ফলে রাস্তাঘাটের সূদুরপ্রসারী উন্নয়ন হলেও সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না।

খাগড়াছড়ির সড়কগুলোর এক আঁকা-বাঁকা মিতালী যেন এক রহস্যময়ী মৃত্যুপুরী।

এ অবস্থায় খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ দূর্ঘটনা রোধে নিয়েছে নতুন উদ্যোগ। পর্যটন শহর খাগড়াছড়িতে নির্বিঘ্নে যাতায়াতের লক্ষে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-দীঘিনালা যানবাহন চলাচলে ঝুঁকিমুক্ত করতে পরিস্কার করা হচ্ছে সড়কের দুই পাশের ঘন (জঙ্গল) ঝোপ-ঝাড়। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম সড়কে ৬৩ কিলোমিটার ও খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে ২০ কিলোমিটার, মহালছড়ি সড়কে ২৩ কিলোমিটার ঝোপ-ঝাড় পরিস্কার করা হচ্ছে। এতে করে সড়কে দূর্ঘটনা যাবে বনবাসে। যানবাহন হবে ঝুঁকিমুক্ত। প্রাণ হানির হাত থেকে রক্ষা পাবে সাধারণ যাত্রীরা।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, সড়ক যোগাযোগে আরো পরিবর্তনের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছনো আরো সহজ করতে আমরা বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে সড়ক ও জনপদ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

একই বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সড়ক ও জনপদ সাধারণ মানুষের কষ্ট লাগবে সব সময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে দূর্ঘটনা প্রতিরোধে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক ও জনপদের এ ধরনের প্রচেষ্টা আগামীতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

You may have missed