কক্সবাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী গুরা পুতু গ্রেফতার - Southeast Asia Journal

কক্সবাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী গুরা পুতু গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী গুরা পুতুকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ। জেলা খাদ্য অফিসের সামনে থেকে থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হন। এসময় তার কাছ থেকে প্রায় অর্ধলক্ষ টাকা ও ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতার মাদক ব্যবসায়ী গুরা পুতু পশ্চিম বাহারছড়ার মোঃ আলমের পুত্র।

আটকের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গুরা পুতুকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে টাকা ও বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কারাগারে পাঠানো হবে।