রোহিঙ্গা ক্যাম্পে ফোরজি, নেট পাচ্ছে না কক্সবাজারের স্থানীয়রা - Southeast Asia Journal

রোহিঙ্গা ক্যাম্পে ফোরজি, নেট পাচ্ছে না কক্সবাজারের স্থানীয়রা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

জাতীয় স্বার্থ বিবেচনায় সরকারী নির্দেশনায় প্রায় ১ মাস আগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সহ তার আশেপাশের এলাকায় থ্রিজি-ফোরজি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বিটিআরসি। সে নির্দেশনাবলী বর্তমানেও অব্যহত রয়েছে। কিন্তু বেশ কয়েকদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে ফোরজি নেটওয়ার্ক সুবিধা পুনঃ চালু করা হয়েছে বলে একাধিক অভিযোগে উঠে এসেছে। রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে এখনও ফোরজি সচল রয়েছে যা রোহিঙ্গারা নিতান্তই ক্যাম্পে বসেই ব্যবহার ও উপভোগ করতে পারছে।

স্থানীয়রা বলেন, সরকারি নিষেধাজ্ঞার পরেও রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে ফোরজি সচল রাখাটা খুবই দুঃখজনক এবং এটা আশাতীত। বলা যায় সিম অপারেটর কোম্পানিগুলো সরকারি নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে ক্যাম্পের অভ্যন্তরে ফোরজি নেটওয়ার্ক পুনঃ চালু করেছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি এম. গফুর চৌধুরী বলেন, রোহিঙ্গাদের জন্যই থ্রিজি-ফোরজি বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিটিআরসি। তাছাড়াও রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত এলাকাতেও তার প্রভাব পড়েছে। রোহিঙ্গাদের কারণে বিগত প্রায় এক মাস ধরে স্থানীয়রা থ্রিজি-ফোরজি সেবা থেকে বঞ্চিত। সেই পরিস্থিতিতে এসে অতি গোপনে ক্যাম্পে পুনঃ নেটওয়ার্ক চালু করা দেওয়া হয়েছে। এই ঘটনা সত্যি তার একাধিক প্রমাণ মেলেছে এবং খুবই হতাশাজনক ব্যাপার। যাদের কারণে নেট বন্ধ রাখার কথা তারাই এখন সে সুবিধা পাচ্ছে, পাচ্ছে না শুধু ক্যাম্পের বাইরে থাকা কক্সবাজারের স্হানীয় বাসিন্দাগণ।