ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস উদ্‌যাপন

ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস উদ্‌যাপন

ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস উদ্‌যাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস উদ্‌যাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) লজিস্টিকস্ এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে আর্মি এসটি ব্যাটালিয়ন, ঢাকা সেনানিবাস এর ব্যবস্থাপনায় দিবসটি অনুষ্ঠিত হয়।

উক্ত দিবসের তাৎপর্য তুলে ধরতে বিগত বছরগুলোর ন্যায় এবছরও একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস উদ্‌যাপন

আন্তর্জাতিক পরিসরে খেলাধুলায় সশস্ত্র বাহিনীর অংশগ্রহণকে বেগবান করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এই র‍্যালী অনুষ্ঠিত হয়।

এসময় লজিস্টিকস্ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মোস্তাগাউছুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উক্ত র‍্যালীতে অংশগ্রহণ করেন।

ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস উদ্‌যাপন

অনুষ্ঠানের র‍্যালী কার্যক্রমে সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ অফিসারগণ, জেসিও এবং বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।