ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ২৪ বাংলাদেশি আটক
 
                 
নিউজ ডেস্ক
ভারতের অনুপ্রবেশকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ ২৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২০ মার্চ) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন, খুলনার ডুমুরিয়া থানার কাঁঠালিয়া গ্রামের জয় মণ্ডল (২৪), সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি সরদার পাড়ার আমছার আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৪), একই গ্রামের আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৪), বাগেরহাটের মোরেলগঞ্জের বড়বাদুরা গ্রামের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (২৫), মহেশপুরের বাঘাডাঙ্গা পশ্চিমপাড়ার আজিবারের ছেলে সালাউদ্দিন (২০), নড়াইলের কালিয়া উপজেলার সুক্তগ্রামের আফজাল শেখের ছেলে বাদশা শেখ (৩১), একই উপজেলার খড়রিয়া গ্রামের রোস্তম আলীর ছেলে আলআমিন (১৯), একই উপজেলার কুলশুরা গ্রামের আফজাল মোল্লার ছেলে মোফাজ্জেল মোল্লা (৩২), খুলনার পাইকগাছার মাঝেরাবাদ বয়ারঝাপা গ্রামের জ্যোতিষ মণ্ডলের ছেলে নিখিল মণ্ডল (৬২), পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা গ্রামের হায়াত আলীর ছেলে ছানিবার রহমান (৪২), একই গ্রামের তোফাজ্জলের ছেলে জাহাঙ্গীর আলম (৪২), গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামের চৈতন্য মৃধার ছেলে চিন্ময় মৃধা (২৪), বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালি গ্রামের মৃত গফুর শেখের ছেলে আলী আহমদ (৬২), মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ শশিকর গ্রামের আশুতোষ বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (১৯) ও সাতক্ষীরা সদরের বৈকারি সরদারপাড়া গ্রামের আমছার আলীর ছেলে তরিকুল ইসলাম (৩১)।
বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত সীমান্তে মাদক বিরোধী অভিযান চালায় বিজিবি। পৃথক এসব অভিযানে রাজাপুর বিওপির নায়েব সুবেদার ইকবাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ২৫০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর এক অভিযানে মাটিলা বিওপির সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৩ পিচ ভিওআইপি গেটওয়ে সেট ৩২ পোর্ট ও নতুনপাড়া বিওপি নায়েব সুবেদার ওবায়দুল্লাহর নেতৃত্বে ৬৫৫ পিচ ভারতীয় আতশবাজি উদ্ধার করে বিজিবি।
আটক ২৪ জনের মধ্যে ৫ জন নারী ও ৪ জন শিশু। আটক নারী ও শিশুদেরকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অন্যান্য আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা আসামিদের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
