ইউপিডিএফের সাম্প্রতিক অপপ্রচার ও গণবিরোধী কার্যক্রমের প্রতিবাদে দীঘিনালায় জেএসএস (এমএন লারমা)র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
 
                 
নিউজ ডেস্ক
পাহাড়ের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন প্রসীত পন্থি ইউপিডিএফ কর্তৃক অস্ত্রের মুখে জিম্মি করে সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকার সাধারণ পাহাড়ীদের দিয়ে আঞ্চলিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানোকে অপপ্রচার ও গণবিরোধী কার্যক্রম দাবি করে এর প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে জেএসএস (এমএন লারমা) দলের নেতা-কর্মীরা।
১৬ অক্টোবর বুধবার দুপুরে দীঘিনালা উপজেলাস্থ লারমা স্কয়ার সংলগ্ন জেএসএস (এমএন লারমা) দলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাতেন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে।

প্রধান অতিথির বক্তব্যে এসময় তাতেন্দ্র লাল চাকমা বলেন, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ বছরের পর বছর সাধারণ পাহাড়ীদের কাছে থেকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায়, অপহরণ, খুনসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে ইউপিডিএফই আবার অস্ত্রের ভয় দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করে ঐক্যর নামে নতুন করে পাহাড়ে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। এসময় তিনি পাহাড়বাসীর উন্নয়নে সন্ত্রাসের পথ ছেড়ে ইউপিডিএফ নেতাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্নসমর্পনের আহবানও জানান।
জেএসএস (এমএন লারমা)র দিঘীনালা উপজেলা শাখার সভাপতি মৃনাল কান্তি চাকমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার চাকমা, সাবেক দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, সহ যুব বিষয়ক সম্পাদক প্রীতিময় চাকমা, সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা, কেন্দ্রীয় কমিটির সদস্য নরেশ চাকমা, দীঘিনালা উপজেলা কমিটির সহ-সভাপতি শান্তি লোচন দেওয়ান, ২ নং বোয়ালখালি ইউপি চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক চয়ন বিকাশ চাকমাসহ দিঘীনালা উপজেলার বিভিন্ন মৌজার হেডম্যান-কার্বারী ও সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে উপস্থিত থাকা জেএসএস (এমএন লারমা) দলের একাধিক কর্মী বলেন, প্রসীত বিকাশ খীসা ও তার দল ইউপিডিএফ সম্প্রতি নতুন ভাবে পাহাড়কে অশান্ত করার চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা বলেন, “ইউপিডিএফের হাতে নিহত নিরীহ পাহাড়ীদের স্বজনরা কি ভাবে নিজেদের আত্নীয়-স্বজন হত্যার কথা ভূলে গিয়ে ইউপিডিএফের সাথে ঐক্য করবে?” তাদের মতে, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে সন্ত্রাসী কার্যক্রম চালাতে ব্যর্থ হয়েই ইউপিডিএফ ঐক্যের নামে পাহাড় নিয়ে নতুন চক্রান্ত করছে।
এর আগে সকালে জেএসএস (এমএন লারমা) সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্রপরিষদের আয়োজনে দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রসঙ্গত, সংগঠনে দীর্ঘদিন ধরে সন্তু লারমার একনায়কতান্ত্রিক আচরণ ও ব্যক্তিগত প্রভাব খাটানোসহ বিভিন্ন অভিযোগে ২০১০ সালের ১০ এপ্রিল তৎকালীন জেএসএস নেতা সুধা সিন্ধু খীসা, রুপায়ন দেওয়ান ও তাতেন্দ্র লাল পেলেসহ সমমনা নেতাদের সমন্বয়ে জেএসএস (এমএন লারমা) দলের আত্নপ্রকাশ ঘটে।
