পাসপোর্ট অফিসে সেনাবাহিনীর অভিযানে ১৪ দালাল আটক
 
                 
নিউজ ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। তাদের আটকের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে বসিলা ৪০ ফিট এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান চালানো হয়।
এ সময় দালাল চক্রের সদস্যদের কাছে থাকা ১২টি স্মার্টফোন, দালালির কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র এবং মোট ১ লাখ ২২ হাজার ৮৫ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড জানায়, রোববার সকালে মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় র্যাব ও বসিলা আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে একদল দালালকে হাতেনাতে আটক করা হয়েছে।
সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে দালাল চক্রের সদস্যরা পাসপোর্ট প্রত্যাশীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের সময় ধরা পড়ে।
এছাড়া ৪-৫ দিন ধরে সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা ছদ্মবেশে এলাকায় অবস্থান করে দালালদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পর রোববার নির্ধারিত সময়ে অভিযান চালিয়ে একাধিক দালালকে টাকা ও দালালির কাগজপত্রসহ হাতেনাতে আটক করা হয়।
অভিযানে আটক ব্যক্তি ও তাদের থেকে উদ্ধার হওয়া মালামাল মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
