জনরোষের মুখে ইউপিডিএফের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বাতিল

জনরোষের মুখে ইউপিডিএফের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বাতিল

জনরোষের মুখে ইউপিডিএফের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বাতিল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সর্বত্র প্রতিবাদের মুখে ইউপিডিএফের সঙ্গে আগামী ১৭ মে শনিবার নির্ধারিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকটি অবশেষে বাতিল করা হয়েছে। যদিও কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে ঐকমত্য কমিশনের সাথে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ঐদিন দুইটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের কর্মসূচি থাকলেও ইউপিডিএফের সঙ্গে নির্ধারিত আলোচনা বাতিল করা হয়েছে এবং অপর একটি দলের সঙ্গে বৈঠক আগের পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের কার্যালয়ে ইউপিডিএফের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যা নিয়ে পার্বত্য চট্টগ্রামে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), স্টুডেন্টস ফর সভরেন্টি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, জুলাই মঞ্চসহ বহু ব্যক্তি ও সংগঠন এর তীব্র প্রতিবাদ জানায়। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে মানববন্ধন, সমাবেশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে জনমত গড়ে তোলা হয়।

এছাড়া রাজধানী ঢাকাতেও একই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সচেতন নাগরিক সমাজ প্রশ্ন তোলে, ইউপিডিএফের মতো একটি সশস্ত্র, সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের আলোচনা কীসের ভিত্তিতে করা হলো। এ ধরনের বৈঠক একদিকে যেমন এই সংগঠনকে অনানুষ্ঠানিকভাবে বৈধতা দেয়, অন্যদিকে তা রাষ্ট্রের নীতিগত অবস্থানকে দুর্বল করে।

জনমতের এই বিস্ফোরণ সরকারের উপর মহলেও আলোড়ন তোলে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ফলে, রাজনৈতিক ও কূটনৈতিক ভারসাম্য রক্ষায় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ইউপিডিএফের সঙ্গে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।