গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: সেনাবাহিনী

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: সেনাবাহিনী

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়ে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুকে ভেরিফায়েড পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির ছবিও জুড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।’

সতর্ক করে সেনাবাহিনী বলেছে, ‘গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।’

এদিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সশস্ত্র বাহিনীর লগো ব্যবহার করে এই ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন।

পোস্টে তিনি লেখেন, ‘পলাতক দলটির কতিপয় উগান্ডু, সশস্ত্র বাহিনীর লগো ব্যবহার করে, মনের মাধুরী মিশিয়ে একটি চিঠি প্রকাশ করেছে। চিঠিটি কেন ভুয়া, সেটা আপনাদের জানা প্রয়োজন— সামরিক বাহিনীর সাধারণ সদস্য ও কর্মকর্তারা কখনোই যৌথভাবে এ ধরনের চিঠি প্রকাশ করবে না। আর তিন বাহিনীর সদস‍্যদের ‘কুড়কুড়ানি’ এবং ‘প্রেম’ এই পর্যায়ের না যে তারা সকলে মিলে এমন ‘পুতুপুতু’ টাইপ একটা চিঠি পয়দা করবে।’

শেষে তিনি লেখেন, ‘একটি গুজবের অকাল মৃত‍্যু ঘটিল।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।