মহালছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সেবা: বিনামূল্যে চিকিৎসা পেল ২৪৭ জন

মহালছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সেবা: বিনামূল্যে চিকিৎসা পেল ২৪৭ জন

মহালছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সেবা: বিনামূল্যে চিকিৎসা পেল ২৪৭ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

মহালছড়ি জোনের আওতাধীন গোয়ামাহাট পাড়া এলাকায় আজ সোমবার দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা কার্যক্রম থেকে মোট ২৪৭ জন বিভিন্ন বয়সী রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চিকিৎসা কার্যক্রমে দায়িত্ব পালন করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন স্পেশালিস্ট মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং মহালছড়ি জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ বোরহান উদ্দিন।

সেনাবাহিনীর মেডিকেল টিম স্থানীয় মানুষের শারীরিক অবস্থা যাচাই করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

চিকিৎসা শিবিরে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, স্ত্রীরোগ, মাথাব্যথা ও দাঁতের ব্যথাসহ বিভিন্ন সাধারণ ও কিছু জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত চিকিৎসা সেবা পাওয়া কঠিন। এ ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম তাদের জন্য বড় স্বস্তির কারণ এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখছে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের আস্থা ও সহযোগিতা আরও জোরদার করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *