খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে ভারতীয় টাকা ও বিভিন্ন প্রসাধনীসহ আটক ২
![]()
নিউজ ডেস্ক
সীমান্ত অতিক্রম করে অবৈধ ভাবে ভারতে গিয়ে ভারতীয় টাকা ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী নিয়ে ফেরত আসার পর খাগড়াছড়ির পানছড়িতে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গত ২০ নভেম্বর বুধবার বিকেলে পানছড়ি সীমান্তে নিয়মিত টহল পরিচালনার সময় সীমানাপাড়া এলাকায় সন্দেহজনক দুই যুবককে আটক করে বিজিবি সদস্যরা। এসময় তাদের দেহ এবং সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ভারতীয় ও বাংলাদেশী সর্বমোট ৬৭ হাজার টাকা, ভারতীয় বিভিন্ন ধরণের প্রসাধনী ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিজিবির হাতে আটককৃত সুমন চাকমা উপজেলার সীমানাপাড়ার প্রফুল্ল চাকমার ছেলে ও জীবন চাকমা একই এলাকার রঞ্জন চাকমার ছেলে বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, আটককৃত আসামিদেরকে একইদিন সন্ধ্যায় থানায় হস্তান্তর করেছে বিজিবি। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।