রাঙ্গামাটির রাজস্থলীতে সন্ত্রাসী হামলায় তিন বাঙালি শ্রমিক আহত
![]()
নিউজ ডেস্ক
সম্প্রতি রাঙ্গামাটির রাজস্থলিতে আঞ্চলিক উপজাতি সশস্ত্র সংগঠন ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র দুই সশস্ত্র গ্রুপের মধ্যকার গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত হবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এবার উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজে নিয়োজিত তিন বাঙালি শ্রমিককে বেড়দক পিটিয়ে গুরুতর আহত করেছে উপজাতি অস্ত্রধারী সন্ত্রাসীরা। গত ২০ নভেম্বর বুধবার দুপরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, লংগদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের বিপরীতে সম্প্রতি ঠিকাদারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী করেছিল আঞ্চলিক একটি উপজাতি দলের সন্ত্রাসীরা। ঠিকাদার সন্ত্রাসীদের চাহিদামতো চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় বুধবার দুপরে হঠাৎ অতর্কিত ভাবে হামলা চালিয়ে বিদ্যালয়ে নিয়োজিত নির্মাণ শ্রমিক মো: হারুন (৪৩), মো: আক্কাস আলী (১৭) ও মো: রমিজ উদ্দিন (২৫) কে হাত-পা বেঁধে বেড়ধক পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে তাদের নিকট থাকা ৪টি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা নিয়ে যায়। আহত ব্যক্তিরা সবাই একই এলাকার বাসিন্দা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় রাজস্থলী থানা পুলিশ। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফজল আহাম্মদ খান ঘটনার সত্যতা জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকার গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে পুলিশ মোতায়ন করা হয়েছে।
এর আগে, গত ১৮ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজস্থলী উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গাইন্দ্যা ইউনিয়নের বালুমুড়া এলাকায় জেএসএস’র দু্ইপক্ষের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীদের দুটি গ্রুপই সেখান থেকে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে সেখানে তল্লাশী চালিয়ে গোলাগুলিতে নিহত তিন সন্ত্রাসীর মরদেহ শনাক্ত করে নিরাপত্তাবাহিনী। এসময় ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী।