খুলনা ও চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযান: অবৈধ অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার

খুলনা ও চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযান: অবৈধ অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার

খুলনা ও চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযান: অবৈধ অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সন্ত্রাসবিরোধী তৎপরতার অংশ হিসেবে খুলনা ও চুয়াডাঙ্গায় পৃথক দুটি অভিযানে পাঁচজন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং দেশীয় ধারালো অস্ত্র।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনার টুটপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী চক্র ‘বুলবুল গ্রুপ’-এর চার সদস্যকে আটক করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ১০৫টি ইয়াবা ট্যাবলেট এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

অন্যদিকে শনিবার ভোর ৬টার দিকে সেনাবাহিনী চুয়াডাঙ্গা সদর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানে জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. লিমন আলীকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

উভয় অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। একইসঙ্গে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।