'সবুজ বাংলাদেশ' গড়ার প্রত্যয়ে নৌবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

‘সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে নৌবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

'সবুজ বাংলাদেশ' গড়ার প্রত্যয়ে নৌবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী আজ থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।

সকালে ঢাকায় নৌবাহিনী সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

তিনি একটি গাছের চারা রোপণের মাধ্যমে ‘বাংলাদেশ নৌবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’ এর সূচনা করেন এবং পরে কর্মসূচির সফলতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ বিভিন্ন পর্যায়ের সামরিক-বেসামরিক কর্মকর্তা, কর্মচারী এবং নাবিকরা উপস্থিত ছিলেন।

'সবুজ বাংলাদেশ' গড়ার প্রত্যয়ে নৌবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দেশের সব নৌঘাঁটি, স্থাপনা এবং উপকূলীয় এলাকায় ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও নৌবাহিনী আশা করছে।

উল্লেখ্য, নৌবাহিনী প্রধান সকল নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন, যাতে একটি সবুজ, শ্যামল ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।