জন্মসনদ করতে গিয়ে ফেনীতে ভারতীয় নাগরিক আটক, থাকতেন রামগড়ে!
![]()
নিউজ ডেস্ক
২০১৭ সালের শুরুতে অবৈধভাবে ফেনী নদী পার হয়ে খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা এক ভারতীয় নাগরিক অবশেষে জন্মনিবন্ধন সনদ তৈরী করতে গিয়ে ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের হাতে আটক হয়েছেন বলে জানা গেছে। গত ২৭ নভেম্বর বুধবার দুপুরে ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন পরিষদে গিয়ে সন্দেহজনক আচরনের কারণে আটক হন তিনি। আটককৃত কার্তিক আচার্য্য ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম জেলার বংকুল থানার মনুবংকুল গ্রামের মতিলাল আচার্য্যের ছেলে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) মো. আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৭ নভেম্বর বুধবার দুপুরে উত্তর যশপুর গ্রামের জানু মিয়া নামে এক যুবকের সঙ্গে মহামায়া ইউপিতে জন্মসনদ করতে যান কার্তিক। এ সময় সন্দেহ হলে ইউপি চেয়ারম্যান গরিবশাহ্ হোসেন বাদশা চৌধুরী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কার্তিক জানান, জীবিকার সন্ধানে প্রায় আড়াই বছর আগে খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেন কার্তিক। দীর্ঘদিন ধরে তিনি ছাগলনাইয়া ও রামগড় এলাকায় অটোরিকশা চালাতেন।